ডিজিটাল মার্কেটিং ফর ট্র্যাভেল এজেন্সি – Al Amin It

২০২৩ সালের এই সময়ে ঘরে ঘরে সকল হাতে চলে এসেছে ইন্টারনেট সুবিধা, যার সঠিক ব্যবহারের দ্ধারাই নিজের ট্র্যাভেল এজেন্সির কাস্টমার বৃদ্ধি করা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

ডিজিটাল বাংলাদেশের এই সময়ে গ্রাম কিংবা শহরভেদে ঘরে ঘরে সকলের হাতে রয়েছে স্মার্টফোন, যার মাধ্যমে ট্র্যাভেল এজেন্সিসহ যেকোনো বিজনেসের কাস্টমার সংখ্যা সহজেই বৃদ্ধি করা সম্ভব। কিন্তু, আপনাকে জানতে হবে আপনার কাস্টমারের স্মার্টফোনে পৌঁছানোর সঠিক কৌশল।

একটি স্মার্ট মার্কেটিং কৌশল তৈরি করার দ্ধারা সহজেই আপনার ট্র্যাভেল এজেন্সি বিজনেসকে নিয়ে যেতে পারবেন অনন্য উচ্চতায়। সঠিক কৌশলটি তৈরি করতে আপনাকে সহায়তা করতে পারে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি আল আমিন আইটি।

ডিজিটাল মার্কেটিং ফর ট্র্যাভেল এজেন্সি – Al Amin It

আপনার ট্র্যাভেল এজেন্সিকে ডিজিটাল পদ্ধতিতে প্রচার প্রচারণাকে সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং এর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট রয়েছে। যেমন – সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং, লোকাল এসইও ইত্যাদি।

একটি আদর্শ ডিজিটাল মার্কেটিং কৌশল তৈরি করার প্রথম শর্ত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটি অংশ সম্পর্কে জেনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রথমেই কাজ শুরু করে দেয়া।

বর্তমানে আমাদের মধ্যে একটি ভুল কনসেপ্ট আছে যে শুধু ফেসবুক অ্যাড দিলেই সেল আসে, যা সম্পূর্ণ একটি ভুল ধারণা।

আপনি যদি আপনার ট্র্যাভেল এজেন্সির জন্য একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং প্লেন করতে পারেন এবং সে অনুযায়ী কাজ করে যেতে পারেন, আপনি ফেসবুক অ্যাড বন্ধ থাকার পর নতুন নতুন কাস্টমার পেতে থাকবেন।

আমাদের মধ্যে আরেকটি বড় ভুল ধারণা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা সকলে বুঝি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং, যা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। ট্র্যাভেল এজেন্সি বিজনেসের ডিজিটাল মার্কেটিং করার জন্য ফেসবুকের থেকেও অনেক বেশি কাস্টমার পাওয়া যেতে পারে ইনস্টাগ্রামের মাধ্যমে।

কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য, আজ থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করে কাল থেকে সেলের আশা করা বিষয়টি সম্পূর্ণরূপে বোকামি বলা যায়।

সঠিক মার্কেটিং কৌশলের দ্ধারা সম্ভব একটি বিজনেসকে দীর্ঘ মেয়াদী সময়ের জন্য গ্রো করা। যাতে ফেসবুকে অ্যাড বন্ধ থাকলেও অর্গানিকভাবে আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন।

অর্গানিক মার্কেটিং ফর ট্র্যাভেল এজেন্সি – আল আমিন আইটি

বর্তমান সময়ে একটি ট্র্যাভেল এজেন্সি বিজনেসকে রাতারাতি বড় করে ফেলা যায় ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে। কিন্তু, যদি সঠিক কৌশল তৈরি করে মার্কেটিং করা যায় ফলে দীর্ঘ মেয়াদী সময়ের জন্য মার্কেটে টিকে থাকা সম্ভব, কেননা ট্র্যাভেল এজেন্সির ফিল্ডে প্রতিনিয়ত কম্পিটিশন বৃদ্ধি পাচ্ছে।

কম্পিটিশনের মধ্যে নিজের বিজনেসকে টিকে রাখতে সাহায্য করে সঠিক ডিজিটাল মার্কেটিং কৌশল। আপনার ট্র্যাভেল এজেন্সি সঠিক মার্কেটিং কৌশল তৈরি করতে সহায়তা করতে পারে আল আমিন আইটি।

পেইড মার্কেটিং এর সাথে নিজের বিজনেসের একটি শক্তিশালী অর্গানিক মার্কেটিং প্লেন তৈরি করতে পারলেই আপনার ট্র্যাভেল এজেন্সিকে মার্কেটে টিকে রাখা সম্ভব। আপনি যদি আপনার ট্র্যাভেল এজেন্সি জন্য শক্তিশালী মার্কেটিং প্ল্যানিং করতে চান, আজই আপনি যোগাযোগ করতে পারেন আল আমিন আইটির সঙ্গে।

আল আমিন আইটির রয়েছে দক্ষ ডিজিটাল মার্কেটিং টিম, যারা আপনার ট্র্যাভেল এজেন্সির জন্য তৈরি করতে সক্ষম শক্তিশালী ডিজিটাল মার্কেটিং কৌশল।

ফেসবুক মার্কেটিং ফর ট্র্যাভেল এজেন্সি – আল আমিন আইটি

বর্তমান সময়ে বাংলাদেশের সকল ট্র্যাভেল এজেন্সি নিজের বিজনেসের মার্কেটিং করতে ফেসবুককে বেশি ঝোক দিয়ে থাকে, কিন্তু সকল ট্র্যাভেল এজেন্সির একত্রে ফেসবুকে মার্কেটিং করার ফলে আপনার সঠিক কাস্টমারের কাছে আপনি পেইড অ্যাডের মাধ্যমে পৌঁছাতে পারলেও, সেই পটেনশিয়াল লিডকে আপনি চাইলেই কাস্টমারের কনভার্ট করতে পারছেন না।

এটির মূল কারণ হচ্ছে, আপনার কাস্টমারের কাছে আপনার পেইড অ্যাডের সাথে আরও একাধিক ট্র্যাভেল এজেন্সির বিজ্ঞাপন যাচ্ছে, সে সময় একজন কাস্টমার ভাবা শুরু করে সবচেয়ে কম টাকায় টিকিট কিংবা সার্ভিস কোন প্রতিষ্ঠান দিচ্ছে, যার ফলে অধিক পরিমাণে ফেসবুক অ্যাডে টাকা খরচ করেও সেল সীমিত পরিমাণে পাওয়া যায়।

আল আমিন আইটি সকল ক্লায়েন্টদেরকে দিয়ে থাকে সব থেকে ব্যাতিক্রম ডিজিটাল মার্কেটিং কৌশল। আমাদের একটি নীতি হচ্ছে যে প্ল্যাটফরমে আপনার কম্পিটিটর বেশি থাকে, সেই প্ল্যাটফরমে নিজের বিজনেসের অধিক মার্কেটিং না করে আলাদা কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে নিজের বিজনেসের প্রচারণা করাকে আমরা সমর্থন করে থাকি।

সঠিক মার্কেটিং কৌশল তৈরিতে আমাদের টিমের রয়েছে বিশেষ অভিজ্ঞতা। আমরা সর্বদা প্ল্যানিং করার দ্ধারা একটি বিজনেসের ডিজিটাল মার্কেটিং করা শুরু করে থাকি।

আপনি যদি আপনার ট্র্যাভেল এজেন্সির ডিজিটাল মার্কেটিং করাতে চান, প্রথমে আপনাকে বলব আগে সঠিক মার্কেটিং কৌশল তৈরি করুন, সেই কোম্পানিকে দিয়ে কৌশল তৈরি করুন যার উপর আপনি ভরসা রাখতে পারেন।

আল আমিন আইটি টিমের সাথে কথা বলেও আপনি একটি কনসালটেন্সি মিটিং বুক করে আমাদের সাথে কথা বলে দেখতে পারেন। আমাদের সেবা আশা করি আপনাকে আশাহত করবে না।

আপনি যদি আল আমিন আইটির সাথে যোগাযোগ করতে চান-ঃ

মোবাইল নাম্বার – +880-1304078277

আমাদের ঠিকানা – ১৮৭, উত্তর শাহজাহানপুর, ২য় তলা, ঢাকা – ১২১৭

ইমেইল – admin@alaminit.net

WhatsApp – https://wa.me/message/ZLNE5PQ64MQUC1

Al-Amin-It-facebook-Marketing-Services-Icons